এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

চন্দ্রকোণায় মুখ থেঁতলানো যুবকের মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

Published on: May 20, 2019 । 12:29 PM

সাত সকালেই চন্দ্রকোণায় বছর ৩৫ এর এক যুবকের মৃত দেহ উদ্ধার। এই মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য এলাকাজুড়ে। জানাগেছে চন্দ্রকোণা থানার খিড়কী বাজার এলাকার এক বালির স্তূপ থেকে এই মৃতদেহ উদ্ধার হয়েছে।
চন্দ্রকোণা পুলিস সূত্রে জানা গেছে মৃতের নাম তাপস কর্মকার বাড়ি চন্দ্রকোণা থানার সতীবাজারে।

মৃত ওই ব্যক্তির মুখ থেঁতলানো অবস্থায় ছিল। সেই থেকেই পরিবারের মনে সন্দেহ দানা বেঁধেছে। মৃতের দাদা রবী কর্মকারের দাবি তার ভাইকে কেউ বা কারা হত্যা করেছে। পুলিসের কাছে তিনি এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

Join Us Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now