পূর্ব ঘোষনা মতো আইন অমান্য কর্মসূচীতে যোগ দিলেন ঘাটাল সংগঠনিক জেলার নেতা কর্মীরা৷ শতাধীক সমর্থক মিছিল সহ এস.ডি.ও অফিসের গেটে প্রবেশের চেষ্টা করেন৷ পুলিশ তাঁদের রোখার চেষ্টা করেলে স্লোগান সহ ধসতা-ধসতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা৷ বিজেপির ওই কর্মসূচীকে ঘিরে সতর্ক ছিল পুলিশ প্রশাসন৷