ঘাটাল এসডিও অফিস চত্তরে বিজেপির আইন অমান্য কর্মসূচী!

পূর্ব ঘোষনা মতো আইন অমান্য কর্মসূচীতে যোগ দিলেন ঘাটাল সংগঠনিক জেলার নেতা কর্মীরা৷ শতাধীক সমর্থক মিছিল সহ এস.ডি.ও অফিসের গেটে প্রবেশের চেষ্টা করেন৷ পুলিশ তাঁদের রোখার চেষ্টা করেলে স্লোগান সহ ধসতা-ধসতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা৷ বিজেপির ওই কর্মসূচীকে ঘিরে সতর্ক ছিল পুলিশ প্রশাসন৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।