লোকসভা নির্বাচনের দামামা বাজতেই ঘাটাল লোকসভা কেন্দ্রজুড়ে কেন্দ্র ও রাজ্যের শাসকদলের প্রার্থীদের তর্জা তুঙ্গে। মিডিয়ার কেন্দ্র বিন্দুতে তৃণমূলের দ্বিতীয় বারের জন্য প্রার্থী দেব ও বিজেপির প্রার্থী প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষ। কিন্তু নিজেদের কর্মীদের রাতভর দেওয়াল লিখনের বৈচিত্রে এগিয়ে বামেরাই।
এবার লোকসভা কেন্দ্রের বামেদের প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। তাঁর প্রচারে বৈচিত্রের নজির মিলল ঘাটাল ৪নম্বর ওয়ার্ডের দেওয়াল জুড়ে। দেওয়ালে লেখা সেই পুরানো গানের লাইন, ২৪৪১১৩৯ হ্যালো,বেলা বিয়ে করে নাও। বাজারে চাকরি নাই। এই লিখনের তাৎপর্য জানতে চাওয়াহলে সিপিএমের শিক্ষক নেতা কাশীনাথ দত্ত বলেন,এ দেওয়াল রাজ্যের বেকার সমস্যার জলছবি। রাজ্যে অঞ্জন দত্তের সেই গান,বেলা আমি চাকরিটা পেয়ে গেছি – আজ ব্রাত্য। আজ আর কোনো প্রেমিকার প্রেমিকের চাকরির আশায় বসে থাকা উচিত নয়! রাজ্য জুড়ে বেকারদের হাহাকার।
(আপনার প্রিয় রাজনৈতিক দলের লেখা দেওয়ালের ছবি আমাদের পাঠাতে পারেন।)