এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালে ১৭ বছরের কিশোরের হাঁটু থেকে বেরোল কয়েক’শ পাথর, তাজ্জব সকলেই

Published on: June 24, 2019 । 8:38 AM

•রবীন্দ্র কর্মকার: হাঁটু থেকে বের হল শয়ে শয়ে নুড়ি পাথর! থুড়ি টিউমার। অবাক লাগছে? হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানে এমনই অবাক করা ঘটনার প্রচুর উদাহরণ রয়েছে, তার মধ্যে এটিও একটি। সম্প্রতি ঘাটালের নামকরা স্বাস্থ্য প্রতিষ্ঠান জিএফসি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে এমনই একটি ব্যতিক্রমী অপারেশন হল। প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন ডাঃ অর্ণব কর্মকার একটি ১৭ বছরের ছেলের হাঁটু থেকে অপারেশন করে কয়েকশ কুঁচো পাথরের মত দেখতে টিউমার বের করলেন। ওই রোগীর নাম সুরজিত দাস (নাম পরিবর্তিত)। দীর্ঘ বেশ কয়েক মাস ধরে হাঁটুর যন্ত্রণায় ভুগছিল রোগিটি। অনেক জায়গায় অনেক চিকিৎসা করেও কোনও সুরাহা পাচ্ছিল না সে। শেষমেশ পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ওই রোগীর হাঁটুতে হাড়ের বাইরে রয়েছে বেশ কিছু অতিরিক্ত কার্টিলেজ যা দীর্ঘ দিন জমে থেকে থেকে শক্ত নুড়ি পাথরের মত আকার ধারণ করেছে। যার ফলে হাঁটুটি ফুলে ছিল, এবং যন্ত্রণায় কাবু করে রেখেছিল তাকে। ওই রোগীটির হাঁটু অপারেশন করে দেখা যায় ছোট বড় মিলিয়ে কয়েক’শ অতিরিক্ত কার্টিলেজ ও মাংসের পিণ্ড নুড়ি পাথরের মত জমাট হয়ে ছিল হাঁটুতে। ডাঃ অর্ণব কর্মকার বলেন, চিকিৎসা বিজ্ঞানে এই রোগের নাম ‘সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিস’। এর ফলে রোগীর হাঁটুতে সবসময় ব্যাথা ও যন্ত্রণা অনুভূত হবে। চলাফেরা করতেও খুবই অসুবিধে হবে। হাঁটু ফুলে থাকবে। রোগীকে ‘ডায়াগনস্টিক আর্থোস্কপিক রিমুভাল অব টিউমার’ অপারেশন করে ওই অতিরিক্ত কার্টিলেজ তথা টিউমারগুলি বের করে দেওয়ার পর রোগী এখন সম্পূর্ণ সুস্থ। জিএফসি হাসপাতালের ওটি ম্যানেজার ইন্দ্রজিৎ রুইদাস বলেন, অপারেশনের পর টিউমারগুলি দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। অপারেশনের পর রোগী সুস্থ হয়ে বাড়ি যায়। হাঁটু সুস্থ রাখার ব্যাপারে বিস্তারিত জানতে দেখুন: www.drarnabkarmakar.in অথবা ফেসবুকে: complete ortho care অথবা ইউটিউব চ্যানেলে: Dr. Arnab Karmakar Orthospeak.

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা