•পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে ৭ ফেব্রুয়ারি এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হল। ওই দিন ঘাটাল শহরের ৫ নম্বর ওয়ার্ড গম্ভীরনগর মিশ্রপল্লির বটতলাতে ব্রাহ্মণ কিশোরদের পৈতাপ্রদান তথা উপনয়নের আয়োজন করা হয়। এই উদ্যোগে উপকৃত অনেক দরিদ্র ব্রাহ্মণ পরিবার। কারণ, ব্রাহ্মণ শাস্ত্র মতে ব্রাহ্মণ পরিবারের কোনও পুত্র সন্তান কৈশোরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর উপনয়নের ব্যবস্থা করতে হয়। আর ওই উপনয়ন প্রক্রিয়াতে প্রচুর খরচ হয়। তার ফলে সমস্ত পরিবারের পক্ষে যথা সময়ে উপনয়নের আয়োজন করা সম্ভব হয় না। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ঘাটাল শহর ইউনিটের কর্মকর্তা শঙ্খদেব মিশ্র বলেন, সেজন্যই আমরা ওই দিন বিনা ব্যয়ে গণ উপনয়নের ব্যবস্থা করেছিলাম। ওই দিন একই তাবুর নিচে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তের ৫১ জন ব্রাহ্মণ কিশোরের উপনয়নের ব্যবস্থা করা হয়। এছাড়াও ১০০ জন দুঃস্থকে শীতবস্ত্র প্রদান করা হয়েছিল বলে ব্রাহ্মণট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘাটাল শহরে এই ধরনের উদ্যোগ এই প্রথম। এদিনের অনুষ্ঠানের ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র, রাজ্য কমিটির সদস্য নবকুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।