শুরুটা কলকাতা থেকে। কয়েকদিন আগে হঠাৎ কলকাতার পুলিস কমিশনারের বাড়ির সামনে জিজ্ঞাসাবাদের জন্য সি বি আই গেলে তাঁদের ধড়পাকড়,তার পর মুখ্যমন্ত্রী ও তাঁর পারিসদবর্গের কলকাতা মেট্রো চ্যানেলে কয়েকদিন ধরে ধর্না।
রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে ধর্না কলকাতার মেট্রো চ্যানেল থেকে সরানো – এই সবের পিছনে পশ্চিমঙ্গের শাসক দল তৃণমূলের অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের সাথে প্রতিহিংসাপরায়ন আচরন করছে। রাজ্যের শাসক দলের নামে অপপ্রচার ও কুৎসার রাজনীতি করে সিবি আইকে দিয়ে রাজ্যের পুলিস প্রশাসনকে হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে।
সেই প্রতিবাদের কর্মসূচি হিসাবে আজ সকাল থেকেই ঘাটাল এস ডি অফিসের সামনে ঘাটাল মহকুমার তৃণমূলের নেতা নেত্রীরা ধর্নায় বসেন। ধর্না পরিচালনার দায়িত্বে ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই।
ধর্না মঞ্চে সাত সকালেই হাজির হন রাজ্য সভার সাংসদ মানস রঞ্জন ভুঁইঞা।