নতুন বছরের প্রথম দিনের স্কুল,শিক্ষার্থীদের মিড ডে মিলের মেনুতে স্যারেদের চমক পাতে ভীষণ পছন্দের চাউমিন। নতুন বছরে এমন উপহার পেয়ে যারপরনাই খুশি ছাত্রছাত্রীরাও। ঘাটাল বিদ্যাসাগর চক্রের শ্রীমন্তপুর প্রাথমিক ও জুনিয়ার হাইস্কুলের পঠনপাঠন আলাদা আলাদা কক্ষে হলেও খাওয়াটা হয় একসাথেই। সেই আনন্দে আজ ১৬ এপ্রিল বাড়তি পাওনা খাবার পাতে চাউমিন। আজ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয়গুলিতে মর্নিং স্কুল শুরু। সকালে অনেক ছাত্রছাত্রীই কিছু না খেয়ে বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের শিক্ষকরা জানালেন,সকাল সকাল গরম ভাত না দিয়ে আজ তাঁরা এই চাউমিনের ব্যাবস্থা করেছেন। এতে খুশি ছাত্রছাত্রীরাও। ছাত্রছাত্রীরা জানায় তারা তো এমনিতে দুপুরে বাড়িতে ভাত খায়,সকালে ভাত না হয়ে প্রতিদিনই যদি এমন কিছু হয় বেশ ভালো হয়।
ঘাটালের এই বিদ্যালয়ে মিড ডে মিলের পাতে চমক,খুশি পড়ুয়া থেকে শিক্ষক
By সৌমেন মিশ্র
Published on: April 16, 2019 । 2:08 PM






