সপ্তম দফা ভোট শেষ হতেই টিভির পর্দায় এক্সিট পোল যত আসতে থাকল তাদের সব কটিতেই আবার দেশে গেরুয়া ঝড়ের আশঙ্কা। নিউজ ২৪ চানক্য থেকে এবিপি এসি নিয়ালসন দেশের প্রায় সবকটি এক্সিট পোলের সমীক্ষা গেরুয়া শিবিরকে দেশের মোট ৫৪২ টি আসনের মধ্যে ৩০০ এর আসেপাশে আসন দিয়ে দেশে আবার নরেন্দ্র মোদীকেই ক্ষমতায় আনছে।
সমীক্ষাগুলিতে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও গেরুয়া ঝড় বেশ লক্ষনীয়। রাজ্যের ৪২ আসনের মধ্যে বাম ভাঁড়ার শূন্য, কংগ্রেসের আসন ১ দুয়ের আসেপাশে। ৪২ সে ৪২ হচ্ছে না তৃণমূলের। সমীক্ষা গুলিতে রাজ্যের ক্ষমতাশীল তৃণমূলকে ২৪টি আসন দিয়ে বিজেপির ঘরে ১৬টি পর্যন্ত আসন গেছে।
তবে আমাদের ঘাটাল আসনে কে ক্ষমতায় আসছে? সে নিয়ে সমীক্ষাগুলিতে ভিন্ন ভিন্ন ফলা ফল দেওয়া হয়েছে। তবে বেশিরভাগ এক্সিট পোলই পশ্চিমবঙ্গের ঘাটাল আসনটি তৃণমূলকেই দিয়েছে। নিউজ চানক্য ও ইন্ডিয়া টুডে এর এক্সিট পোল ঘাটাল লোকসভা আসনে প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষকে এগিয়ে রেখেছে।
রাজ্যে পালা বদলের ইঙ্গিত মিললেও ঘাটালবাসী কি তবে এখনও টালিউড অভিনেতা দেবেই দ্বিতীয় বারের জন্য ভরসা রাখছেন?
কি বলছে আপনার মন? মনের কথায় যুক্তি মিশিয়ে কমেন্ট করুন।