হিরণ্ময় পোড়িয়া,দাসপুর: সি আই ডি জেরার ফাঁকে ফাঁকেই নির্বাচনী প্রচারেও ঘাম ঝরাচ্ছেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ২৬ শে এপ্রিল সকাল থেকেই পায়ে হেঁটে ঘাটাল পাঁশকুড়া সড়কের বিভিন্ন জায়গায় পথসভা করতে দেখা গেল ভারতী ঘোষকে।
বিকেলে দাসপুর বাজারে রাস্তায় দাঁড়িয়ে তাঁর নামে যে সোনা কেলেঙ্কারি মামলা দায়ের হয় সে মামলার বিষয়ে মুখ খুলে আবার রাজ্য সরকারকে এক হাত নিলেন ভারতী ঘোষ।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










