এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

আজুড়িয়া সেক্শন অফিসে ডেপুটেশন দিল পলাশপাই খাল সংস্কার কমিটি

Published on: December 17, 2018 । 3:06 PM

পলাশপাই খাল সংস্কার সংক্রান্ত পাঁচ দফা দাবীতে ১৭ ডিসেম্বর ঘাটাল মাস্টার প্ল‍্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে সেচ দপ্তরের আজুড়িয়া সেক্শন অফিসে ডেপুটেশন ও স্মারক লিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন কমিটির উপদেষ্টা দুলালচন্দ্র কর সহ-সভাপতি মধুসূদন মান্না যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি ও নারায়ণচন্দ্র নায়ক। সেচ দপ্তরের পক্ষে ডেপুটেশন নেন জুনিয়র ইঞ্জিনিয়র  অলোক কুমার মাইতি ও স্বপন কুমার মণ্ডল দাবিগুলির মধ‍্যে অন‍্যতম ছিল অবিলম্বে খালের উপরে থাকা সমস্ত ব্রিজগুলির পুনর্নিমান, সিডিউল অনুসারে নির্দিষ্ট সময়ে কাজশেষ করা ইত‍্যাদি। আধিকারিকগণ দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now