এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সরস্বতী পুজোয় নিশ্চিন্তপুর ক্লাব মাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা সামগ্রী তুলে দিল

Published on: February 10, 2019 । 8:22 PM

শান্তনু সাউ:  দাসপুর-২ ব্লকের নিশ্চিন্তপুর গ্রামে সরস্বতী পুজো উপলক্ষ‍্যে ক্যাকটাস সংঘ ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।  তারা পুজো  উপলক্ষ‍্যে এলাকার সমস্ত মাধ্যমিক  পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করেছিল। প্রায় ৪০ জন পরীক্ষার্থীদের ক্লাবের তরফে বরণ করে পীচবোর্ড,কভার ফাইল,পেন হাতে তুলে দেওয়া হয়। ক্লাবের সদস্যরা বলেন, সরস্বতী পুজো উপলক্ষ‍্যে তারা প্রত্যেক বছর নানারকম অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, যেহেতু এ বছর ১২ফ্রেবুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা তাই তারা সমস্ত অনুষ্ঠান বাতিল এই অভিনব উদ্যোগ নেয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad