এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সংশোধনাগারের আবাসিকদের তৈরি জিনিসের মেলা চলছে মেদিনীপুরে

Published on: January 31, 2019 । 10:21 PM

রতন গিরি,মেদিনীপুর:মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের উদ্যোগে মেদিনীপুর শহরে শুরু হল দুদিনব্যাপী শীতকালীন মেলা। এই মেলায় সমস্ত সামগ্রীই সংশোধনাগারের আবাসিকদের দ্বারা তৈরিকৃত বলে জানাচ্ছে মেলা কর্তৃপক্ষ।

অশোক নগর দুর্গোৎসব মাঠে আয়োজিত এই মেলায় প্রেসিডেন্সি, দমদম, আলিপুর,মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের মত মোট দশটি সংশোধনাগার অংশ নিয়েছে।

আবাসিকদের দ্বারা তৈরি জিনিস পত্রের মধ্যে আছে মিষ্টি,গামছা,চাদর,বড়ি,সব্জি ইত্যাদি। সামগ্রীগুলি প্রদর্শনের সাথে বিক্রয়েরও ব্যবস্থা আছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭