আবার একটা বছর শেষ হল। নতুন বছর মানেই আগামী এক বছরের পরিকল্পনা সাজানো। অনেক নতুন স্বপ্ন জড়িয়ে থাকে এই আগামী দিনগুলোকে ঘিরে।
আমাদের স্থানীয় সংবাদ পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই! আগামী দিনগুলি সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, সমস্ত স্বপ্ন পূরণ হোক। এত দিন যেভাবে আমাদের স্থানীয় সংবাদ পরিবারের পাশে ছিলেন আগামী দিনগুলোতে সেভাবেই থাকবেন—এই প্রত্যাশা রাখি।
বৈশাখী শুভেচ্ছা সহ—
‘টিম স্থানীয় সংবাদ’

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












