এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পরকীয়ার ফল,মামিকে নিয়ে পালালো গুনধর ভাগ্না

Published on: July 25, 2019 । 9:32 PM

পরকীয়ার জেরে এবার মামিকে নিয়ে পালালো গুনধর ভাগ্নে। ঘটনা দাসপুর থানার বিহারীচক গ্রামের। মামির দুই ছেলে ও এক মেয়ে। ভাগ্নার দুই ছেলে। মামাবাড়ির পাশেই ভাগ্নার বাড়ি। ২৪ জুলাই ভোররাতে মামি ভাগ্নার সাথে পালিয়ে যায় বলে অভিযোগ।

পাড়া প্রতিবেশীদের থেকে জানা গেছে মামির সাথে ওই ভাগ্না দীর্ঘ দিন ধরে পরকীয়ায় যুক্ত ছিল। মামি ভাগ্নার থেকে ১০ বছরের বড়। কিন্তু তাতে কোনো যায় আসেনি। তবে উভয় পরিবার চিন্তিত তাদের সন্তানদের নিয়ে।
দিনে দিনে বেড়েই চলেছে এ ধরনের অনভিপ্রেত প্রেম ভালোবাসা। এর জেরে নতুন প্রজন্মের কাছে সম্পর্কের গুরুত্ব হারাচ্ছে। পাঠকদের কাছে অনুরোধ রইল কমেন্টে সুচিন্তিত মতামত দেবার জন্য।

আরও

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭