এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বন্য শুয়োরের ভয়ে উড়ে গিয়েছে কৃষকদের রাতের ঘুম!

Published on: January 21, 2019 । 6:22 PM

বন্য শুয়োর সন্ধেহে আতঙ্ক ছড়িয়েছে দাসপুর-২ ব্লকের কেশীয়াড়া এলাকায়৷ গত কাল রাত থেকেই শুয়োরের দাপাদাপিতে বেশ কয়েক বিঘা জমির আলু ইতি মধ্যেই নষ্ট হয়েছে বলে জানাচ্ছেন চাষিরা৷ আজ সকালে জমি তছনছ অবস্থায় দেখে মুছড়ে পড়েন কৃষকেরা৷ শূয়োরের আতঙ্কে কৃষকেরা নিজেরাই রাতে আগুন জ্বেলে পাহারার ব্যবস্থা করেছেন৷ বিষয়টি বন দপ্তরে জানানো হয়েছে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364