দাদার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করলেন এক যুবক। ওই যুবকের নাম চন্দন পণ্ডিত। ২২ বছর বয়স। ঘাটাল থানার কুরানে বাড়ি। বাড়িতে তামার কাজের ব্যবসা রয়েছে। সেই কাজ করা নিয়েই দাদার সঙ্গে ২২ অক্টোবর সকালে ঝগড়া হয়েছিল। সুলতানপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ বারিক বলেন, ওই দিন দুপুর থেকেই নিখোঁজ ছিলেন চন্দনবাবু। ২৩ অক্টোবর সকালে বাড়ির সামনের একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়।