এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজে ছাত্র সংঘর্ষে জখম ৫

Published on: July 11, 2019 । 2:03 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১১ জুলাই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্রপরিষদ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে সংঘর্ষের জেরে পাঁচ জন জখম। জখমদের মধ্যে বিজেপির ছাত্র সংগঠনের সদস্যরাই বেশি।

অন্যদিকে কলেজের বাইরে ওই বেধড়ক মার খেয়েছেন ওই কলেজের জিএস তুফান দোলই। এখনও উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল একটি বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, ১০ জুলাই ওই কলেজ চত্বর থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যানার, ফেস্টুন পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করেই আজকের গণ্ডগোলের সূত্রপাত।

Join our Whatsapp group

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad