রবীন্দ্র কর্মকার: রাজ্যজুড়ে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের কর্মবিরতি চললেও ঘাটাল মহকুমার চিত্র ছিল ঠিক বিপরীত। বিগত তিন দিন ধরে এই মহকুমায় চিকিৎসা পরিষেবা ছিল স্বাভাবিক। রোগীর পরিজনদের কোনও রকম দুর্ভোগে পড়তে হয়নি। চিকিৎসকেরা বলেন, এন আর এসের ওই ইন্টার্নকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা আমরা মেনে নিতে পারিনি। সমাজের দুষ্কৃতীদের প্রতিও ওই ধরনের আচরণ করা হয় না। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা করি। কিন্তু অনেক রোগী তাঁদের নানান সমস্যা নিয়ে আমাদের হাসপাতালে সকাল থেকে আউট ডোরে লাইন দিয়েছিলেন তাঁদেরকে ফিরিয়ে দিলে অমানবিক ব্যাপার হবে। তাই এদিন আমরা সমস্ত রোগীই দেখেছি। আজ ১৪ জুন চিকিৎসকরা ঘাটাল শহরে একটি মৌন মিছিল করেন। ঘাটাল হাসপাতালের চিকিৎসকেরা ছাড়াও যে সমস্ত চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করেন তাঁরাও ওই মিছিলে পা মেলান।