ডাঃ জিতেন্দ্রনাথ রায় প্রয়াত!
ঘাটাল শহরের প্রবীণ এবং জনপ্রিয় চিকিৎসক ডাঃ জিতেন্দ্রনাথ রায় প্রয়াত হয়েছেন। গত রাতে ১১.৩০মিনিট নাগাদ তাঁর নিজ বাসভবন আড়গোড়াতেই। গত সন্ধ্যাতেও তিনি অন্যান্য দিনের মতো রোগী দেখেছিলেন।
ঘাটালের প্রবীণ চিকিৎসক ডাঃ জিতেন্দ্রনাথ রায় প্রয়াত!













