এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এবার রাস্তায় নেমে এলেন ভারতী,কিন্তু কেন?

Published on: April 26, 2019 । 8:28 PM

হিরণ্ময় পোড়িয়া,দাসপুর: সি আই ডি জেরার ফাঁকে ফাঁকেই নির্বাচনী প্রচারেও ঘাম ঝরাচ্ছেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ২৬ শে এপ্রিল সকাল থেকেই পায়ে হেঁটে ঘাটাল পাঁশকুড়া সড়কের বিভিন্ন জায়গায় পথসভা করতে দেখা গেল ভারতী ঘোষকে।

বিকেলে দাসপুর বাজারে রাস্তায় দাঁড়িয়ে তাঁর নামে যে সোনা কেলেঙ্কারি মামলা দায়ের হয় সে মামলার বিষয়ে মুখ খুলে আবার রাজ্য সরকারকে এক হাত নিলেন ভারতী ঘোষ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭