এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীন নিখোঁজ ছাত্র

Published on: November 17, 2018 । 10:22 PM

দাসপুর থানার বেনাই গ্রামপঞ্চায়েত এলাকা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। তাঁর নাম সঞ্জীব পাইন। এই বছর আরিট স্কুলে তাঁর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল৷ সেই মতো চলতি মাসের ১৫ তারিখ প্রথম দিনের পরীক্ষাতেও বসেছিল সে৷

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরের পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবী, ছেলেটি আসন্ন পরীক্ষা নিয়ে হতাশায় ভুগছিল কিছুদিন যাবৎ।
প্রথমে তাঁরা বিভিন্ন আত্মীয় বন্ধুবান্ধবদের বাড়িতে খোঁজ করেছিলেন। কিন্তু ছেলেটির কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর দু’দিন গড়িয়ে চললেও এখনও পর্যন্ত তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
ছেলেটির বাবা জানিয়েছেন, সঞ্জীব বাড়ি থেকে কখন বেরিয়ে গিয়েছিল তা কেউই জানতে পারেনি। পরে বেলা গড়িয়ে যেতে থাকলেও সে বাড়ি না ফেরায় দুশ্চিন্তার শুরু হয়।
এই বিষয়ে দাসপুর থানায় মৌখিক ভাবে বিষয়টি জানানো হয়েছে। ছেলেটিকে বাড়ি ফিরে আসার জন্য পরিবারের তরফে করুন আর্তি জানানো হয়েছে। এই বিষয়ে কোনও সন্ধান জানা থাকলে নীচের নম্বরে জানাতে আবেদন জানানো হয়েছে পরিবারের তরফে।
ফোন নং -৯৭৩২৬৯২১৪৯/৭৮৭২১৫৬৯১৮

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364