মনসারাম কর: আনুষ্ঠানিকভাবে আনন্দপুর মনিহার তরুণ সংঘে উদ্যোগে রক্তদান শিবির হল আজ। উপস্থিৎ ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ সুশান্ত মন্ডল, অজবনগর-১ গ্রাম পঞ্চায়েত রাজ কুমার ঘোষ, জয়নগর ঠাকুরদাস বিদ্যাভবনের প্রধান শিক্ষক কৌশিক দণ্ডপাট প্রমুখ। ক্লাবের সদস্যরা বলেন মানুষের জন্য সারা বছর নানান সামাজিক কাজের করা হয় ক্লাবের পক্ষ থেকে, আমরা সব সময় মানুষের জন্য কাজ করতে চাই। শিবিরে ১১ জন মহিলা সহ মোট রক্তদাতার সংখ্যা ৫১ জন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












