এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রূপনারায়ণপুর আদিবাসী খেরওয়াল গাঁওতা আয়োজিত বীরসা মুন্ডা স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮

Published on: November 30, 2018 । 8:58 PM

রূপনারায়ণপুর আদিবাসী খেরওয়াল গাঁওতা আয়োজিত বীরসা মুন্ডা স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮

দাসপুর রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রুপনারায়ণপুর ময়দানে আজ ভীষণ উৎসাহে বীরসা মুন্ডা স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল।
রূপনারায়ণপুর আদিবাসী খেরওয়াল গাঁওতা আয়োজিত এদিনের টুর্নামেন্টে দুবরাজপুর,দাসপুর,কেশপুর,রোড চন্দ্রকোণা থেকে মোট চারটি দল অংশগ্রহণ করে।
কেশপুর ও দুবরাজপুরের দল চূড়ান্ত পর্যায়ে খেলে ট্রাইবেকারে শেষ হাসি হাসে
দুবরাজপুর মারাং গুরু ক্লাব।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭