এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাধানগরে টোটো উলটে জখম এক

Published on: September 11, 2018 । 9:15 PM

আবার টোটো দুর্ঘটনা,এবার আবার যাত্রীবোঝাই। রধানগর থেকে কুঠিঘাট যাবার পথে যাত্রীসহ এক টোটো রাধানগরের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজলিতে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে বিকেল ৪টা নাগাদ। স্থানীয় বাসিন্দা অচিন্ত পাত্র জানান, যাত্রীদের মধ্যে একজন গুরুতর জখম। তাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্য ও ছবি:অচিন্ত পাত্র(রাধানগর)

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now