তবে কি এবার ভারতী ঘোষের হয়ে প্রচারে নামছেন দাপুটে বিতর্কিত নেতা সায়ন্তন বসু? ১৯ এর পর আবার ২২ শে এপ্রিল দিনভর সি আই ডি জেরায় ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রচার ক্রমশ ব্যকফুটে। এই কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষের প্রচার নিয়ে চিন্তিত বিজেপির রাজ্য দপ্তরও।
এবার লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির অবসারভার বিজেপির রাজ্য নেতৃত্ব সায়ন্তন বসু। ২২ শে এপ্রিল ঘাটালের প্রার্থী ভারতী ঘোষকে সি আই ডি জেরা বিষয়ে মুখ খুললেন সায়ন্তন বাবু। এদিন তিনি দাসপুরের ভারতী ঘোষের ভাড়া বাড়িতে ভারতী দেবীর সাথে দেখা করেন এবং পরবর্তী নির্বাচনী পরিকপ্লনা নিয়ে একটি গোপন বৈঠক সারেন। এদিন সাংবাদিকদ বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে অভিযোগ তোলেন সায়ন্তন বসু। তিনি বলেন,যারা নিজেরাই সোনা পাচারে অভিযুক্ত তাদের নির্দেশেই সি আই ডি জেরা করছে।