এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মানসিক অবসাদ থেকেই কি আত্মহত্যা নাড়াজোলের প্রাথমিক শিক্ষকের?

Published on: July 26, 2019 । 11:31 AM

আজ শুক্রবার নিজের বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করলেন দাসপুর থানার নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার দানিকোলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত দুয়া। জয়ন্ত বাবুর বাড়ি ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই হাজাকুণ্ডু গ্রামে।

পারিবারিক সূত্রে জানানো হয়,আজ সকালে হঠাৎই বিষপান করেনেন জয়ন্তবাবু,সাথে তাঁর মানসিক ভারসাম্যহীনতার কয়েকটি ট্যাবলেটও খেয়ে ফেলেন। সাথে সাথে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয় বলে জানান তাঁর বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক মণ্ডল। জয়ন্তবাবুর একটি কন্যা সন্তান রয়েছে। জয়ন্তবাবুর এই মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না তাঁর পরিবার, পাড়া প্রতিবেশী থেকে তার সহকর্মী বন্ধুবান্ধবরাও। বিদ্যালয়ের সহকর্মীদের থেকে জানা গেছে দীর্ঘদিন ধরে জয়ন্ত বাবু মানসিক অবসাদে ভুগছিলেন। মাঝে কয়েকদিন বিদ্যালয়েও যাননি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।