রবীন্দ্র কর্মকার: নতুন বউ ঘরে তুলতে গিয়ে এলাকায় হৈ হুল্লোড় পড়ে যায় ঘাটাল- পাঁশ কুড়া সড়কের নিমতলা বাবলাতলা এলাকায়। ওই এলাকার এক যুবক লাল্টু সিং সাত বছর আগে বিয়ে করে সন্ধ্যা সিংকে। তাদের বছর পাঁচেকের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে লাল্টু লুকিয়ে ঝাড়গ্রাম খয়রাশলের সোনামনি সিংকে আবার বিয়ে করে। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় বউকে ঘরে তুলতে গেলেই প্রবল আপত্তি জানায় লাল্টুর প্রথমা স্ত্রী। দ্বিতীয় বউকে ঘরে তুলতে গেলে প্রথম বউ বাধা দিলে গন্ডগোলের সূত্রপাত হয়। পুরো ভিডিওটি দেখলেই দুই বউ কে কী বলছেন সরাসরি শুনে নিতে পারবেন।
বউকে লুকিয়ে আবার বিয়ে ঘাটালে
Published on: March 1, 2019 । 9:25 AM








