একই গ্রামে দুটি বড়বাজেটের পুজো,এলাকার সেরা প্রতিমাগুলির মধ্যে অন্যতম একটি। এবার দর্শনার্থীদের ভিড় একটু বেশিই হবে আশাকরা যায়। রাজনগর গোপালনগর নাইন স্টার ক্লাবের সদস্যরা আজ সকাল থেকে দল বেঁধে রাজনগর রাজারপুকুর মোড় থেকে ঝাঁগড়েশ্বর মন্দির পর্যন্ত ঢালাই রাস্তার দুধারের ঝোপঝাড়কেটে সাফ করল। এই গ্রামেই এবারেরও প্রায় ঢিল ছোঁড়া দূরত্বে দুটি সর্বজনীন দুর্গোৎসবের মন্ডপ।