শ্রীকান্ত ভুঁইঞা: ২জানুয়ারি দাসপুর-১ ব্লকের নন্দনপুর-২ পঞ্চায়েতের পার্বতীপুর মুকুন্দপুর দেশপ্রাণ হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হল। উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতেই স্কুলের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম পরিক্রমা করে। তারপর স্কুলের ইতিহাস সম্পর্কে স্মৃতিচারনার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে।