নিজস্ব সংবাদদাতা: স্কুলের ১৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে স্কুলছুট ছাত্রছাত্রীদের দিশা দিতে বিশেষ উদ্যোগ নিল শিক্ষা দপ্তর। আজ ১০ জুলাই দাসপুর-২ ব্লকের খানজাপুর ইউনিয়ন হাইস্কুলে এনিয়ে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত স্কুলছুট ছাত্রছাত্রীদের ফের পড়াশোনা করার শুরু করার প্রস্তাব দেওয়া হয়। আলোচকরা বলেন, কিন্তু অনেকেই হয়তো আর পড়াশোনা করতে চাইছেন না। তাই যারা আর পড়াশোনা করতে চাইছে না তাদেরকে অন্য আগামী দিনের কর্ম নিশ্চয়তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। সেক্ষেত্রে, সরকার নির্দিষ্ট কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্কুটছুটদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে প্রশাসন তাদের সমস্ত রকম সহযোগিতা করবে। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সোনাখালি চক্রের বিদ্যালয় পরিদর্শক তুহিন মণ্ডল, পশ্চিম মেদিনীপুর সর্বশিক্ষা অভিযান দপ্তর ও উৎকর্ষ বাংলা দপ্তরের দুই প্রতিনিধি। খানজাপুর গ্রামপঞ্চায়েত এলাকার সমস্ত স্কুলের পার্শ্বশিক্ষিক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কৈগেড়িয়া বালিকা বিদ্যালয়ের পার্শ্বশিক্ষিকা অপর্ণা ধাড়া বলেন, এদিন কেবলমাত্র খানজাপুর গ্রামপঞ্চায়েত এলাকার স্কুলছুট ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়।