ডাবুজাল দাসপুর -১ নম্বর ব্লকের নদী তীরবর্তী মানুসজনদের এটাই মাছ ধরার অধিক প্রচলিত হাতিয়ার। কার্তিক ভুঁইঞা গত দুদিন তেমন কোনো মাছের দেখা না পেয়ে বেশ মন মরা! সন্ধ্যে হতে যায়, ভাবছেন এই শেষ খিয়াটা তুলেই বাড়ি ফিরবেন। কিন্তু একি? জাল এত ভারি কেন? জাল থেকে যা তুলে আনলেন তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেন নি!
মস্ত এক চিতল মাছ। দাসপুর ১ ব্লকের কোল্মিজোড়ের নতুন ব্রিজের ঢিল ছোঁড়া দুরত্বে ডাবুজাল পেতেছেন কুঞ্জপুরের কার্তিক বাবু। নিয়ম করে দুবেলা জাল টেনে যা মাছ ওঠে বাড়ির মাছের ঘাটাতি মোটামুটি পুরন হয়। । তবে আজ এই বৃহদাকার চিতল মাছ দেখে পাড়াশুদ্ধু লোক আপ্লুত। মাছটির ওজন ৫কেজিরও বেশি বলে জানালেন মাছটির মালিক।