•আজ ২৩জুন দাসপুর থানার ওসি হিসেবে যোগদান করলেন পুলিশের সাব ইন্সপেক্টর সুদীপ ঘোষাল। সুদীপবাবু ২০১৪ সালে ঘাটাল থানার ওসি ছিলেন। তারপর তিনি বেশ কিছু দিন চন্দ্রকোণার থানার ওসি দায়িত্ব সামলেছেন। আজ তিনি দাসপুর থানার ওসি’র দায়িত্ব গ্রহণ করছেন। দাসপুর থানার ওসি শিবরাম বরকে ডিইবি দপ্তরে বদলি করে দেওয়া হয়েছে।
দাসপুর থানার নতুন ওসি হলে সুদীপ ঘোষাল









