সকাল ৭টা ১০ মিনিট নাগাদ আবারও ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে তারকেশ্বর গামী যাত্রীবাহী বাস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বছর ঘুরতে না ঘুরতেই আবার দুর্ঘটনা!স্বামী ও মেয়ের মৃত্যুর সাক্ষী হলেন মা
এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার জয়ন্তীপুরে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারকেশ্বরগামী পায়েল(খড়্গপুর-তারকেশ্বর) তীব্র গতিবেগে ছিল। জয়ন্তীপুরের কাছে উল্টো দিকথেকে আসা এক লরির সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসটি পুরোপুরি উল্টে যায়। স্থানীয়রা বলেন, লরির চালক মদ্যপ অবস্থায় ছিল। আর বাসটি তীব্র গতিবেগে থাকায় চালক বাসটিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
ঘাটালে পিকনিক করতে গিয়ে মৃত ১
এলাকাবাসী তৎপরতার সাথে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। উদ্ধারকারীদের দাবী পাঁচজন যাত্রী মারা গেছেন আহত অনেকে। এলাকাবাসীর বক্তব্য অনেকেরই তারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই মাসেরই ১৭ তারিখে এই জয়ন্তীপুরেই অপর এক খড়গপুর-তারকেশ্বর বাস প্রচন্ড গতিবেগে রাস্তার পাশের গাছে ধাক্কামেরে দুর্ঘটনার কবলে পড়েছিল। তাতেও ১০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছিল। স্থানীয়দের বক্তব্য এই রুটের সমস্ত বাস প্রচন্ড গতিবেগে থাকে। তাই দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারন করে।
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp