এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

একশ দিনের কাজ চলাকালীন দাসপুরে বজ্রপাতে মৃত এক, আহত প্রায় ৩০ শ্রমিক

Published on: June 5, 2019 । 6:21 PM

দাসপুরের পলাশপাই গ্রামপঞ্চায়েত লাগোয়া জমিতে ১০০ দিনের কাজ চলাকালীন বজ্রপাতে মৃত্যু হল নিদ্রা কবি(৫৫) নামে এক শ্রমিকের৷ ওই ঘটনায় আহত আরো প্রায় ২২ জন৷ আজ ৫ জুন, স্থানীয় এলাকায় একটি পতিত জমি ভরাটের কাজ যোগ দিয়েছিলেন ৮৫ জন শ্রমিক৷ সকাল ৮টা নাগাদ কাজ চলাকালিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা৷ ঘটনা স্থলেই মৃত্যু হয় নিদ্রাদেবির৷ সজ্ঞা হারিয়ে ফেলেন প্রায় ২৫ জন৷ অন্যান্য শ্রমিকেরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে সোনাখালী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তির ব্যবস্থা করেন৷ পরে অবস্থার অবনতি ঘটলে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঘাটাল সুপার স্পেসালিটি হাসপাতেলে ভর্তি করা হয়৷ ঘটনার পরেই শোকের ছায়া পলাশপাই অঞ্চলে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364