তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর আকাডেমির ক্রীড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪৫তম জেলা বার্ষিক প্রতিযোগিতায় যোগাসনের বিভিন্ন বিভাগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে দাসপুর থানা এলাকার তিন পড়ুয়া। দাসপুর-১ ব্লকের কলাইকুন্ডু প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী প্রেয়সী ঘাটা যোগাসন ‘গ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। অন্যদিকে, দাসপুর-২ ব্লকের গোছাতি বটতলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র প্রকাশ সামন্ত ‘খ’ বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছে। ওই ব্লকের ডিয়াল নহলা চাইপাট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তনুজা মাইতিও তার সাফল্যের ধারা বজায় রেখেছে। বর্তমানে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী ‘গ’ বিভাগে জেলায় দ্বিতীয় হয়েছে। উল্লেখ্য যে গত বছর রাজ্য স্তরেও সে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। সফল এই তিন পড়ুয়ার প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাপন মান্না ও বাসন্তী মান্না। প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় থেকে উঠে এসে জেলা স্তরে এমন কৃতিত্বে খুশি অভিভাবক ও এলাকাবাসীরা।
জেলা স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেল দাসপুরের তিন পড়ুয়া






