সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে ঘাটালের মুখ উজ্জ্বল করলেন অশোক দালাল এবং সূর্য মাইতি। অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার জিল্লেলামুদিতে আয়োজিত ৪৪তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৬-এ দুজনেই পঞ্চম স্থান অধিকার করেছেন বলে জানা গিয়েছে। অশোকবাবুর বাড়ি নিমতলায়। তিনি ষাটোর্ধ্ব গ্রুপে পঞ্চম হয়েছেন। অন্যদিকে ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের কুশপাতার বাসিন্দা সূর্য ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র। ‘ইন্ডিয়ান যোগা ফেডারেশন’-এর তত্ত্বাবধানে এবং অন্ধ্রপ্রদেশ যোগা অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। সেখানে ৮ থেকে ১৪ বছর বয়সীদের বিভাগে (সাব-জুনিয়র বয়েজ) পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছিল সূর্য। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সে পঞ্চম স্থান দখল করে শংসাপত্র ছিনিয়ে নিয়েছে। এই খুদে যোগাভ্যাসকারীর সাফল্যে খুশি যোগা প্রশিক্ষক সমর সামন্ত, মা মৌমিতা মাইতি, বাবা দেবপ্রসাদ মাইতি সহ এলাকাবাসী। অশোকবাবু এবং সূর্যের এই কৃতিত্বে ঘাটাল মহকুমাবাসী গর্ববোধ করছেন।
জাতীয় স্তরে পুরস্কৃত ঘাটালের ২



