শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ২৯ ও ৩০ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলাস্তরের ৪৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সেখানেই যোগা ইভেন্টে প্রথম স্থান দখল করল দাসপুর ১ ব্লকের কলাইকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী প্রেয়সী ঘাঁটা। আর তার এই সাফল্যকে উৎসাহ দিতে বিদ্যালয়ের তরফে আজ বৃহস্পতিবার তাকে সংবর্ধনা দেওয়া হল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সর্দার বলেন, এটা আমাদের কাছে গর্ব বিষয়। এর আগে আমাদের বিদ্যালয় থেকে কেউ রাজ্যস্তরে খেলার সুযোগ পায়নি। দাসপুর-১ ব্লক থেকে কেবলমাত্র সে জেলাস্তরে প্রথম হয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্যস্তরের প্রতিযোগিতাটি। তাই আজ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হল। জানা যাচ্ছে, আজ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সকল সদস্য-সদস্যা সহ সকল অভিভাবক ও অভিভাবিকারা। তারাও খুব খুশি প্রেয়সীর এই সাফল্যে। তার সংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে মিষ্টিমুখ করানো হয় সাথে অভিভাবকদেরও। জানা গিয়েছে, প্রেয়সীর বাবা পেশায় একজন গ্রামীণ চিকিৎসক, তাদের দুই কন্যা সন্তান। বড় মেয়ে প্রেমা ঘাঁটা এই বিদ্যালয় থেকে পড়াশুনা করে বর্তমানে কলকাতায় CCT নিয়ে প্র্যাক্টিস করছে। আর ছোট মেয়ে চক্র, ব্লক ও মহকুমায় যোগা প্রতিযোগিতায় একের পর এক সাফল্য লাভ করছে। তার এই কৃতিত্বে খুশি মা সুপ্রিয়া ঘাঁটাও। তিনি বলেন, প্রেয়সী পড়াশোনার পাশাপাশি সময় পেলেই যোগা নিয়ে চর্চা শুরু করে দেয়, তাই হয়তো তার এই সাফল্য আগামী দিনে রাজ্যস্তরে সে সুনাম অর্জন করে সারা ঘাটাল মহকুমার নাম উজ্জ্বল করুক আমরা বাবা-মা হিসেবে এই কামনাটুকু করি ভগবানের কাছে। বিদ্যালয়ের সহ শিক্ষিকা গোপাল মানিক, মহুয়া মাইতি, চন্দনা পাঁজা জানান, প্রেয়সী খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও ভালো ৯৫ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সে তৃতীয় শ্রেণিতে।