ঘাটালেও এবার অ্যাপের মাধ্যমে বাড়িতে রেস্টুরেন্টের খাবার ডেলিভারি শুরু হচ্ছে

তৃপ্তি পাল কর্মকার: অ্যাপের মাধ্যমে অর্ডার দিলে বাড়িতে, খেলার মাঠে কিম্বা অফিসের টেবিলে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ‘Yammy Foods’। ঘাটাল শহরের আপনার পছন্দের রেস্টুরেন্টের খাবারই আপনি অর্ডারের মাধ্যমে পাবেন।  আগামী ২৬ জানুয়ারি দুপুর ১টা থেকে ওই পরিষেবা শুরু হচ্ছে পুরো ঘাটাল শহর এবং দাসপুর থেকে বরদা চৌকান সড়কের আসেপাশে এলাকার ভোজন রসিক মানুষের জন্য। এর জন্য আপনাকে তেমন কিছু অতিরিক্ত ব্যয়ও করতে হবে না। ঘাটাল শহর এলাকার জন্য প্রতি অর্ডার পিছু সার্ভিস চার্জ বাবদ ৯টাকা এবং ঘাটাল শহরের বাইরে হলে অতিরিক্ত ১২টাকা করে অর্ডার পিছু দিতে হবে। আরও সহজ করে বললে দাঁড়ায়, আপনি এক প্যাকেট বিরিয়ানি অর্ডার করুন বা ৫০ প্যাকেট করুন আপনাকে খাবারের বিল ছাড়া  দূরত্ব অনুযায়ী মাত্র ৯ বা ১২টাকা সার্ভিস চার্জ দিতে হবে। তবে মনে রাখতে হবে, প্রত্যেক ক্রেতাকে অর্ডার দেওয়ার জন্য প্রথমে ওই অ্যাপ ইন্সটল করার পর নিজের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। রেজিস্টার্ড কাস্টমার ছাড়া অ্যাপের মাধ্যমে অর্ডার দেওয়া যাবে না। খাবার খাওয়ার পর যদি আপনার সেই খাবার পছন্দ না হয় তাহলে আপনি অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট রেস্টুরেন্টকে যা খুশি লিখতেও পারবেন। জেলার মধ্যে এটাই প্রথম অনলাইন খাবার ডেলিভারি অ্যাপস। আর্ ‘Wherever you are, We are with you’ এই ট্যাগলাইনকে সামনে রেখে Yammy Foods জন্ম নিয়েছে ঘাটালের যুবকদের হাত ধরেই। তাই  আর দেরি না করে ঝটপট গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন অ্যাপস। উপভোগ করতে থাকুন পছন্দের খাবার, যে কোনও সময় যেকোনও জায়গায়। অ্যাপের লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=com.wizardsubham1997.Yummy_Foods

বাণিজ্যিক যোগাযোগের নম্বর: 7866993717

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!