নিজস্ব সংবাদদাতা,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। শতাধিক গাছ লাগিয়ে দিনটি পালিত হল দাসপুর ১ সমিষ্টি উন্নয়ন অফিসে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ,পঞ্চায়েত সমিতির ব্লক সভাপতি ও ব্লক অফিসের কর্মচারীরা এই গাছ লাগানোর উৎসবে অংশ নিলেন। উপিস্থিত ছিলে দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র পাশাপাশি জন স্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষে সত্যজিৎ সিং ও সৈয়দ হাসানুজ্জামান পাশাপাশি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মীরা।পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন এই ক্রমবর্ধমান তাপপ্রবাহ রোখার একমাত্র উপায় বেশি বেশি করে গাছ লাগানো।