এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

শতাধিক গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল দাসপুর-১ বিডিও অফিসে

Published on: June 5, 2024 । 11:27 PM

নিজস্ব সংবাদদাতা,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। শতাধিক গাছ লাগিয়ে দিনটি পালিত হল দাসপুর ১ সমিষ্টি উন্নয়ন অফিসে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ,পঞ্চায়েত সমিতির ব্লক সভাপতি ও ব্লক অফিসের কর্মচারীরা এই গাছ লাগানোর উৎসবে অংশ নিলেন। উপিস্থিত ছিলে দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র পাশাপাশি জন স্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষে সত্যজিৎ সিং ও সৈয়দ হাসানুজ্জামান পাশাপাশি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মীরা।পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন এই ক্রমবর্ধমান তাপপ্রবাহ রোখার একমাত্র উপায় বেশি বেশি করে গাছ লাগানো।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now