রক্ত দান শিবিরে দামি উপহার দিয়ে দাতাদের উৎসাহ দেওয়ার বদলে আম,জাম, লেবু ও পেয়ারা চারা দিয়ে পরিবেশ রক্ষার আবেদন জানালেন উদ্যোক্তারা! বিশ্বকর্মা পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল দাসপুর-২ ব্লকের বিদ্যুৎ বন্টন বিভাগের অধীনে সোনাখালি গ্রাহক সেবা কেন্দ্রের কর্মীরা৷ আজ ২১ সেপ্টেম্বর তাদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দান করতে এসেছিলেন ৮০ জন রক্তদাতা৷ সংস্থার তরফে রক্তদাতাদের সন্মান জানাতে স্মারকের পরিবর্তে প্রত্যেককে দুটি করে ফলের চারা তুলে দেওয়া হয়৷ ওই শিবিরে একই সাথে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে জরুরী প্রযোজনে কী ভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয় তা বুঝিয়ে দিতে তাদের হাতে একটি করে ফার্স্ট-এইড-বক্স তুলে দেওয়া হয়৷ ওই দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবজ্যোতি রাউৎ বলেন, ৩৬৫ দিন মানুষকে পরিসেবা দিতে আমাদের কর্মীরা কর্মে নিযুক্ত থাকেন৷ সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ রক্ষার্থে ও স্বাস্থ্য সচেতনতা গড়তে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷