সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) শেখ সরিফুল ইসলাম এই খবর জানিয়ে বলেন, সাবস্টেশনে বিশেষ কাজের জন্য আগামী কাল রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এর ফলে ভূঁঞ্যাড়া সাবস্টেশনের অধীনস্থ সমস্ত এলাকায় ওই কয়েক ঘণ্টা গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না। বিশেষত চাঁইপাট, সোনাখালি, রানিচক, দুধকোমরা, জোৎঘনশ্যাম ও পলাশপাই সহ পার্শ্ববর্তী বড় এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে। মেরামতির কাজ শেষ হওয়ার পরেই দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে বলে নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য নিগম কর্তৃপক্ষ গ্রাহকদের সহযোগিতা প্রার্থনা করেছে।








