এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

১৪ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ঘাটাল মহকুমায় যেখানে-যেখানে বিদ্যুৎ থাকবে না

Published on: September 9, 2021 । 9:25 AM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল,৯সেপ্টেম্বর ২০২১: দুর্যোগপূর্ণ আবহাওয়া না হলে নিম্ন উল্লিখিত তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট সাবস্টেশন থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌভিক মণ্ডল এই সংবাদ জানিয়ে বলেন, পুজোর জন্য সাবস্টেশনে মেরামতির কাজ করা হবে সেজন্যই বিদ্যুৎ সংশ্লিষ্ট দিনগুলিতে কয়েক ঘণ্টার জন্য সরবরাহ থাকবে।
শনিবার ১১ সেপ্টেম্বর ২০২১ চন্দ্রকোণা সাবস্টেশন থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
রবিবার ১২ সেপ্টেম্বর ২০২১ দাসপুর-২ ব্লকের ভুঁইঞ্যাড়া সাবস্টেশন থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ ক্ষীরপাই সাবস্টেশন থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
•সৌভিকবাবু জানিয়েছেন, এছাড়াও মহকুমার প্রায় প্রতিটি সাবস্টেশন এলাকার বিভিন্ন ফিডারে পর্যায়ক্রমে হাইটেনশনলাইনের গাছ কাটার জন্য প্রত্যেক দিনই এক দেড় ঘণ্টার জন্য লাইন বন্ধ থাকতে পারে। পুজো পর্যন্ত বিভিন্ন লাইনে এই ভাবে গাছকাটার কাজ চলবে। এর জন্য পুরো সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে না। এক-এক দিকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হবে বলে সৌভিকবাবু জানান।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now