দিগন্ত আলাম, স্থানীয় সংবাদ, ঘাটাল: সুইচ দিলেই বেরোবে ঠাণ্ডা জল। মাত্র এক টাকার বিনিময়ে পাওয়া [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]যাবে এক লিটার ঠাণ্ডা জল, পাঁচ টাকার বিনিময়ে পাবেন পাঁচ লিটার ঠাণ্ডা জল। দাসপুর গঞ্জের গোপীগঞ্জ বাজারে বসানো হয়েছে এমনই ঠাণ্ডা জলের ওয়াটার এটিএম। ১৭ মার্চ বৃহস্পতিবার এই ওয়াটার এটিএমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওই এলাকার বর্ষীয়ান মহিলা প্রমিলা দিয়াসি। দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়ার প্রচেষ্টায় বিধায়ক তহবিল থেকে তিন লক্ষ টাকা ব্যয়ে বসানো হয়েছে ওয়াটার এটিএম। ওই এলাকার যুবক সুরেন হাজরা, মাধব দিয়াসি বলেন, হাজার লিটারের একটি ট্যাঙ্ক বসানো হয়েছে, যার সাথে সজল ধারার কানেক্ট করা রয়েছে। সজল ধারার জলকে পিউরিফায় করবে এবং সুইচ দিলেই ঠাণ্ডা জল বেরোবে। গোপীগঞ্জের এই ওয়াটার এটিএমটিতে দু’টো সিস্টেম করে লক করা আছে, পাঁচ টাকা ও এক টাকা। অর্থাৎ এক টাকা দিলে এক লিটার জল পাওয়া যাবে আর পাঁচ টাকা দিয়ে পাওয়া যাবে পাঁচ লিটার জল। গোপীগঞ্জ বাজারে দুর্গামণ্ডপের ডানদিকে বসানো হয়েছে এই ট্যাঙ্কটি।
ওই এলাকার মানুষেরা জানান, হাওড়া জেলা থেকে বহু মানুষ নদীর এ পারে আসেন নানান প্রয়োজনে। তাদেরও বিশেষভাবে কাজে আসবে এই ওয়াটার এটিএম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ বেরা, গ্ৰাম পঞ্চায়েতের প্রধান চন্দনা বেরা সাঁতরা, প্রাইমারি স্কুলের শিক্ষক অনিরুদ্ধ আলম প্রমুখ। এলাকাবাসীও খুশি হয়েছেন এলাকায় এই ধরনের অভিনব জিনিস বসানোয়। ওই এলাকার খেপুত হাইস্কুলেও একইরকম ওয়াটার এটিএম বসানো হয়েছে।