স্বামীর ৩ লক্ষ টাকা নিয়ে ভিগো ভিডিও করতে গিয়ে নিরুদ্দেশ রামজীবনপুরের গৃহবধূ

•ভিগো ভিডিও’র একটি দৃশ্যে তাপসী বন্দ্যোপাধ্যায়

সুইটি রায়: সিনেমায় সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে রামজীবনপুরের এক গৃহবধূকে নিয়ে ভাগল এক যুবক। বছর চব্বিশের ওই গৃহবধূর নাম তাপসী বন্দ্যোপাধ্যায়। যুবকের পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। বাড়ি তৈরির জন্য স্বামীর রাখা সাড়ে তিন লক্ষ টাকাও ওই মহিলা সঙ্গে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিগো ভিডিও নামক মোবাইল অ্যাপে ভিডিও করার সূত্রে যুবকের সাথে তার আলাপ ও তা থেকেই তার সাথে সম্পর্ক। তার জেরেই স্বামী,সংসার ও সাত বছরের ছেলের মায়া ত্যাগ করে সে ২৬ জুন স্বামীর বাড়ি ছেড়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও মহিলার বাবা গোপীনাথ ঘোষাল এবং স্বামী সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাপসীকে অপহরণ করা হয়েছে। সেই মর্মে তাঁরা চন্দ্রকোণা থানায় অভিযোগও করেছেন। পুলিশ অবশ্য ওই তত্ত্ব মানতে রাজি নয়। পুলিশ তদন্ত করতে গিয়ে ভিগো অ্যাপ থেকে বেশ কিছু ভিডিও ডাউনলোড করেছে। তাই তাপসী প্রেম ঘটিত কারণেই  পালিয়েছে বলে পুলিশ নিশ্চিত। কারণ, অপহরণ করার পর কেউই এই ধরনের ভিডিও বানাতে যাবে না। ঘটনা যাই হোক স্বামী কিন্তু স্ত্রীকে ফিরিয়ে নিতে চান। স্বামী আর্জি জানিয়েছে কেউ স্ত্রীর সন্ধান পেলে যেন তাঁকে 8389979088 বা 9933686126 নম্বরে জানান।
এই ঘটনাই প্রথম নয়। ভিগো, বন্ধ হয়ে যাওয়া টিকটক সহ নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘাটাল মহকুমায় এই ধরনের ঘটনা আকছার ঘটছে। এটাকে অনেকে পরকীয়া বললেও মনস্তাত্ত্বিকরা কিন্তু অন্য কথা বলছেন। তাঁরা বলেন, পরকীয়া আলাদা। এটি নগ্ন যৌনতা ছাড়া আর কিছুই নয়। অতৃপ্ত বাসনা চরিতার্থ এই ধরনের মহিলারা মুঠোফোনকে হাতিয়ার করছে। তার সঙ্গে নিজের ক্ষমতা ও যোগ্যতার বাহিরে গগনচুম্বী স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই এভাবে সবকিছু জলাঞ্জলি দিয়ে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com