তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিদ্যাসাগরের ২০২তম জন্ম দিবস উপলক্ষে ঘাটাল পঞ্চায়েত সমিতি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আগামী ১২ই আশ্বিন, ১৪২৮ (২৯ সেপ্টেম্বর, ২০২১) বিকালে বীরসিংহ গ্রামের ঠাকুরদাস মঞ্চ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে বলে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন।
সারা বাংলা প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল
বিষয়: বিদ্যাসাগর মহাশয়ের ছাত্রজীবন (মাধ্যমিক স্তর পর্যন্ত বালক বালিকাদের জন্য)
প্রথম: মৌলী চক্রবর্তী। হাটসরবেড়িয়া ডাঃ বি.সি.রায় শিশুশিক্ষা নিকেতন।
দ্বিতীয়: দিব্যায়ন ঘোষ। ভাটপাড়া। ঝাঁকরা। চন্দ্রকোণা। পশ্চিম মেদিনীপুর।
তৃতীয়: সুরূপা মাইতি। নাড়াজোল অমরেন্দ্র খাঁন বালিকা বিদ্যালয়।
সারা বাংলা প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল
বিষয়: মানব সেবায় বিদ্যাসাগর (সর্বসাধারণের জন্য)
প্রথম: ড. কমলকুমার কুণ্ডু। পদুমবসান, তমলুক। পূর্ব মেদিনীপুর।
দ্বিতীয়: রসময় মণ্ডল। চন্দ্রকোণা জিরাট হাইস্কুল। চন্দ্রকোণা। পশ্চিম মেদিনীপুর।
যুগ্ম তৃতীয়: (ক)অনুপমা চক্রবর্তী মিশ্র। কল্যাণপুর। নাড়াজোল। পশ্চিম মেদিনীপুর। বড়ামারা বিদ্যাসাগর স্মৃতি শিক্ষা কেন্দ্র। (খ) প্রণয় ঘোষ। কালনা। পূর্ব বর্ধমান।