বাথরুমে গোপন ক্যামেরা লাগিয়ে গ্রামের ২০০ টির বেশি মহিলার স্নানের ভিডিও তুলে গ্রেপ্তার একাদশ শ্রেণির ছাত্র

শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: মহিলাদের স্নানের ছবি ভাইরাল করার অভিযোগে ধৃত একাদশ শ্রেণির এক ছাত্র। ওই ছাত্রের বাড়ি দাসপুর থানার জোৎঘনশ্যামে। মঙ্গলবার ওই কিশোরের কাছ থেকে স্থানীয় মহিলাদের বেশ কিছু ভিডিও উদ্ধার করেন গ্রামবাসীরা। সে স্বীকার করেছে বিগত এক বছর ধরে ওই ধরনের বেশ কয়েক শ’ভিডিও সে তুলেছিল। আজ বিকেলে কিশোরকে ধরে মারধর করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। দুটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা চলছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/