এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুরের স্বর্ণ শিল্পীরা ভ্যাকসিন নিতে চাইলে যোগাযোগ করুন

Published on: July 15, 2021 । 5:21 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:আপনি কি স্বর্ণ শিল্পী? দাসপুর থানার বাসিন্দা? এখনও ভ্যাকসিন পাননি? তাহলে অবিলম্বে যোগাযোগ করুন স্বর্ণশিল্পপতি শেখ সামসু আলমের সঙ্গে। তিনি আপনাদের সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন। আগামী ১৯, ২০, ২২ ও ২৩ জুলাই দাসপুর-২ ব্লকের  খানজাপুর গ্রামপঞ্চায়েতের কার্যালয়ের উল্টোদিকে গোপালপুর গ্রামে শেখ সামসু আলমের বাড়িতে করোনা ভ্যাকসিনেশনের ক্যাম্প হচ্ছে সেখানে তিনি আপনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন । আলমের বাড়ির গুগল ম্যাপ  https://goo.gl/maps/B1yRsf4V2CC9MCxdA 

মনে রাখবেন দাসপুর থানা এলাকার বাইরের কোনও স্বর্ণশিল্পীকে ওই ভ্যাকসিন দেওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে তিনি ওই ক্যাম্প থেকে দু হাজারেরও বেশি মানুষের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করেছেন।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now