সৌমেন মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া: এবার ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দাসপুরের সেকেন্দারিতে। আজ শুক্রবার সকাল থেকেই দাসপুর-১ ব্লকের সেকেন্দারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছিল এলাকাবাসীদের। বিকেল গড়াতেই চিত্রটা একেবারেই বদলে গেল। বিক্ষোভে সামিল হলেন ভ্যাকসিন নিতে আসা গ্রামবাসীরা। অভিযোগ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীই গোপনে নিজেদের পরিচিতদের ভ্যাকসিন পাইয়ে দিচ্ছেন। অন্যদিকে গ্রামবাসীদেরকে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। পরিস্থিতি প্রায় হাতাহাতি পর্যন্ত গড়ালে,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত গ্রামবাসীদেরকে আশ্বস্ত করেন। গ্রামবাসীদের অভিযোগ নিয়মিতভাবে এই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিয়ে বিস্তর দূর্নীতি চলে। অন্যদিকে সেকেন্দারি স্বাস্থ্য কেন্দ্রের পক্ষে স্বাস্থ্য কর্মী মৌসুমী ঘোষ পাইন জানান,নিয়ম মতোই ভ্যাকসিন চলছিল,আজ ১৮০ জনকে ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু কোনওভাবে বেশি মানুষ এদিন পৌঁছে গেলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। আত্মরক্ষার তাগিদে ক্যাম্প চলাকালীন দরজা বন্ধ করতে হয়। দাসপুর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে অতিরিক্ত যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে মোট ২২ জনকে কুপন দেওয়া হয়েছে। পরবর্তীতে যেদিন এই ভ্যাকসিন দেওয়া হবে তাঁরা আগে পাবেন।