এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

শুভেন্দু ঘনিষ্ঠ বলেই কি খড়ারের চেয়ারপার্সনকে সরিয়ে দেওয়া হল?খড়ার শহরে কি যোগ্য ব্যক্তি পাওয়া গেল না, প্রশ্ন খড়ারের বাসিন্দাদের

Published on: December 3, 2020 । 4:12 PM

তৃপ্তি পাল কর্মকার:শুভেন্দু অধিকারী প্রশংসা করার জন্যই কি খড়ার পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন ডক্টর উত্তম মুখোপাধ্যায়কে রাতারাতি সরিয়ে দেওয়া হল? সারা মহকুমা জুড়ে রাজনৈতিক মহলে এমনই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। ১২নভেম্বর ঘাটাল শহরের এসে শুভেন্দু অধিকারী খড়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ডক্টর উত্তম মুখোপাধ্যায় এবং ওই বোর্ডের সদস্য অরূপ রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। ওই সভায় উত্তমবাবু উপস্থিত না থাকতে পারলেও অরূপবাবু ছিলেন। শুভেন্দু নৈকট্য মেনে নিতে পারছিলেন না বিধায়ক শঙ্কর দোলই এবং তাঁর গোষ্ঠীর সদস্যরা। সেজন্যই উত্তমবাবুর ঘাড়ে আচমকা এই কোপ মারা হল বলে জানা গিয়েছে। শঙ্করবাবুকে ওই পদে বসানোর পরেই খড়ার শহরে সমালোচনার ঝড় উঠেছে। তাঁরা বুঝে উঠতে পারলেন না কেন উত্তমবাবুকে সরিয়ে দেওয়া হল। উত্তমবাবু এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ হলেও তিনিই পুরসভার কাজ চালাচ্ছেন। তিনি যে এই মুর্হূতে পুরসভার কাজ চালাতে পারবেন— তা নিয়েও উত্তমবাবু কোনও মহলে জানাননি। তাই এই ঘটনায় অবাক হয়েছেন খড়ার পুরসভার দক্ষপ্রশাসক উত্তমবাবুও। তাঁর প্রতিক্রিয়া, তিনিও জানতেন না তাঁকে পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে। ওই শহরের বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, খড়ার শহরের কি আর কোনও যোগ্য মানুষ ছিলেন না যাঁকে ওই পুরসভার দায়িত্ব দেওয়া যেত? প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে প্রশাসনিক বোর্ডের সদস্য অরূপ রায় সহ অনেকেই রয়েছেন যাঁরা দক্ষভাবে পুরসভাটিকে চালিয়ে যেতে পারতেন। তা না করে গ্রামপঞ্চায়েত এলাকা থেকে এক ব্যক্তিকে পুরসভার দায়িত্ব দেওয়া হল। এটা মেনে নিতে পারছেন না অনেকেই। অরূপবাবু বলেন, এই ঘটনাটি আমারও খুব খারাপ লেগেছে। শঙ্করবাবুর সঙ্গে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়।
প্রসঙ্গত ২ ডিসেম্বর খড়ার পুরসভার দক্ষ প্রশাসক ডক্টর উত্তম মুখোপাধ্যায়কে আচমকা সরিয়ে দিয়ে খড়ার পুরসভার শীর্ষপদে বসানো হয়েছে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে। রাজ্যের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল বিষয়ক দপ্তর এক নির্দেশিকার মাধ্যমে শঙ্কর দোলইকে খড়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সনের দায়িত্ব দিয়েছে।
এবিষয়ে শঙ্করবাবু বলেন, ২ ডিসেম্বর বুধবার আমি ওই নির্দেশিকা পাওয়ার পর বৃহস্পতিবার ওই পুরসভায় গিয়েছিলাম। এই দায়িত্ব নিয়ে আমার কোনও প্রতিক্রিয়া নেই। আমি শাসক দলের বিধায়ক। সেই হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাকে যা র্নিদেশ দেওয়া হবে সেটা আমি মাথা পেতে মেনে নিতে বাধ্য। তবে আমি কথা দিতে পারি, স্বচ্ছতার সঙ্গেই খড়ার পুরসভা চালাব। •ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now