দাসপুরের শ্রীরামপুর ও পাইকান বোয়ালিয়ায় উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ: প্রত্যন্ত গ্ৰামে তৈরি হল প্রথম উপ-স্বাস্থ্যকেন্দ্র। এখান থেকেই পাওয়া যাবে যেকোনও রকম প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা। দাসপুর-১ ব্লকের শ্রীরামপুর গ্ৰামে আজ শনিবার জোতবাণী উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন ঘিরে গ্ৰামের মানুষের মধ্যে দেখা গিয়েছে উৎসাহ। গ্ৰামের শিশু থেকে মহিলারাও উপস্থিত হয়েছিলেন উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে। যাঁরা সমস্ত বাধা অতিক্রম করে কঠিন পরিস্থিতিতেও মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ওষুধ এবং যাবতীয় স্বাস্থ্য পরিষেবা, সেই আশাকর্মীর মহিলাদের হাতে দিয়েই প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। ওই গ্ৰামের বাসিন্দা কমল মণ্ডল বলেন, এতদিন পর্যন্ত গ্ৰামে সে ধরনের কোনও স্বাস্থ্যকেন্দ্র ছিল না। অবশেষে গ্ৰামের মানুষের কথা ভেবে দাসপুর-১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটির তৈরি করা হয়েছে। প্রত্যন্ত গ্ৰাম্য এলাকায় এই ধরনের উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া বইছে গ্ৰামে। গ্ৰামের এক বিশিষ্ট ব্যক্তি অশ্বিনী মণ্ডল তাঁর নিজস্ব জায়গা দান করেছেন এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি তৈরির জন্য।
উপস্থিত ছিলেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জয়দেব সেনাপতি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ শক্তি জানা, পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার পাত্র, সরবেড়িয়া-১ গ্ৰাম পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ বারি, সিএইচও স্নিগ্ধারাণী মণ্ডল, এএনএম দীপশিখা মান্না ও পুতুল দে সহ অনেকেই।

অন্যদিকে দাসপুর-১ ব্লকের পাইকান বোয়ালিয়াতেও একটি উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক। ওই গ্রামের বাসিন্দারা জানান, উপস্বাস্থ্য কেন্দ্রটি হওয়ার ফলে পাইকান বোয়ালিয়া সহ আরও চারটি গ্রামের প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015